ঢাকা, শনিবার, ১১ মে, ২০২৪

নেপালের ড্রয়ে সবার আগে ফাইনালে বাংলাদেশ

ত্রিদেশীয় টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। আগামী শনিবার নেপালের বিপক্ষে খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা। তার আগেই বৃহস্পতিবার কিরগিজস্তান-নেপাল ম্যাচটি ড্র হওয়ায় এ  টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে জেমি ডের দল।


বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে গোলশূন্য ড্র করে নেপাল। এরআগে গত মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

 

ত্রিদেশীয় টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে একবার করে। এরপর সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনাল খেলবে। আজকের ম্যাচ শেষে এক ম্যাচ খেলে নেপালের পয়েন্ট এক, দুই ম্যাচ শেষ করে কিরগিজস্তানের পয়েন্টও সমান এক। এখন পর্যন্ত শুধু বাংলাদেশের পয়েন্টই ৩।

 

আগামী ২৯ মার্চ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। শিরোপা নির্ধারনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে কোন দল তা এখনও নিশ্চিত নয়। আগামী শনিবার বাংলাদেশ-নেপাল ম্যাচ শেষ হওয়ার পরই ব্যাপারটি নিশ্চিত হবে। 

ads

Our Facebook Page